খুলনা বটিয়াঘাটা হাটবাটি গ্রামে নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ায় আতংক এলাকায়

0
173

বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটি গ্রামের আখি বেগমের বসানো নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ১লা মার্চ তার নিজ বাড়িতে নতুন করে নলকূপ স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের কিছু সময় পর হঠাৎ করে একটি বিকট আওয়াজ শুনতে পায়, আওয়াজ শুনে বাড়ির লোকজন ও এলাকাবাসী নলকূপের কাছে যেয়ে দেখেন নলকূপের পাইপের গোড়া ফেটে বুদবুদ করে গ্যাসের মতো কিছু একটা বের হচ্ছে। তখন তারা নলকূপের গোড়ায় দিয়াশলাই দিয়ে আগুন জ্বালালে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তখন লোকজন বুঝতে পারে নলকূপের গোড়া থেকে গ্যাস নির্গত হচ্ছে। এসময় এলাকাবাসিরা সদ্য যোগদানকারি বটিয়াঘাটা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকীকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশে খবর দেয়। তখন বটিয়াঘাটা থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত উজ্জ্বল কুমার দত্ত সেখানে উপস্থিত হয়ে নলকূপটির ব্যবহার বন্ধ করে দেন। ঘটনাটি সব জায়গায় জানাজানি হলে শতশত এক নজর দেখার জন্য আখি বেগমের বাড়িতে হাজির হন।