খুলনা প্রেস ক্লাবের মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

0
723

প্রেস বিজ্ঞপ্তি:
খুলনা প্রেস ক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, কার্যনির্বাহী সদস্য কৌশিক দে,  ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী আহমেদ, মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সুবীর কুমার রায় ও মামুন রেজা,  ক্লাব সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মুহাম্মদ আবু তৈয়ব,  মোঃ শাহ আলম, মো. রাশিদুল ইসলাম,  আব্দুল মালেক, শেখ আব্দুল্লাহ,  মাহবুবুর রহমান মুন্না,  সুনীল কুমার দাস, এস এম ফরিদ রানা প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম-সম্পাদক আলমগীর হান্নান, ক্লাব সদস্য দেবব্রত রায়, মো. জাহিদুল ইসলাম, বাপ্পি খান, শেখ তৌহিদুল ইসলাম, উত্তম সরকার, ইউজার সদস্য  সুদিপ দাস, আল মাহমুদ প্রিন্স, নাজমুল হক পাপ্পু ও সুমন আহমেদ,  বিএফইউজে’র সদস্য আসাদুজ্জামান রিয়াজ, সাংবাদিক নাজমুল হাসান, ফটো সাংবাদিক মাঞ্জারুল ইসলাম, সাগর সরকার প্রমুখ।

এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদরে প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।