খুলনা প্রেসক্লাবের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

0
251

খবর বিজ্ঞপ্তি: খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচান সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী আহমেদ, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মোঃ সাহেব আলী, সাবেক সদস্য সচিব ও নির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ রাশিদুল ইসলাম, সদস্য অমল সাহা, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর, শেখ আব্দুল্লাহ, কৌশিক দে প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সদস্য দেবব্রত রায়, নাজমা আক্তার, এস এম নূর হাসান জনি, ইউজার সদস্য জয়নাল ফরাজী, শশাংক শেখর স্বর্ণকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার পরে ৫২’র ভাষা শহীদ, পরবর্তী বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট ও মোঃ আনিসউদ্দিন, সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর, ওহায়েদ-উজ-জামান বুলু, সুনীল দাস, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এস এম নূর হাসান জনি, এস এম আমিনুল ইসলাম, ইউজার সদস্য জয়নাল ফরাজী, শরিফুল ইসলাম বনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।