খুলনা নগরীতে প্রায় ১৬ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা

0
368

তথ্য বিবরণী:
পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়তে গ্রীণ বেল্ট কর্মসূচির আওতায় ১৬ লাখ বৃক্ষরোপণের লক্ষে খুলনা মহানগরীর কেডিএ ঘোষ রোডস্থ সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় বুধবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খুলনাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে এই মহান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। খুলনায় বসবাসকারী প্রত্যেককে তিনটি করে বৃক্ষরোপণের আহবান জানান জেলা প্রশাসক।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সরকারি আবাসিক এলাকার কেডিএ ঘোষ রোডের দুইপাশে জুঁই, চামেলী, কদবেল, নিম, ছফেদা, শিউলীসহ বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সরকারি কমকর্তা, চেম্বারের পরিচালক, সাংবাদিক ও বিভিন্ন নার্সারির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।