খুলনা ডিসএবল ডেভলপমেন্ট অরগ্যানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0
122

নিজস্ব প্রতিবেদক:
নগরীতে বিধাব, তালাক প্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় রায়েরমহল গ্রীনবার্ড কোচিং সেন্টারে খুলনা ডিসএবল ডেভলপমেন্ট অরগ্যানাইজেশনের আয়োজনে ও খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ও বিশ্বাস প্রোপার্টিজের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা ডিসএবল ডেভলপমেন্ট অরগ্যানাইজেশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো: আজগর বিশ্বাস তারা।

খুলনা ডিসএবল ডেভলপমেন্ট অরগ্যানাইজেশনের সাধারন সম্পাদক শেখ নুর মোহাম্মাদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালের চক্ষু ডাক্তার খান নাহিদ মুরাদ অনিক, সমাজসেবক মো: সাগর খান, আলীমুর রেজা, গ্রীনবার্ড কোচিং সেন্টারের শিক্ষক তপন কুমার সরদার, শ্যামল চন্দ্র মজুমদার প্রমুখ।
দিনব্যাপী এ ক্যাম্পে আশপাশের কয়েক শতাধিক ব্যক্তিকে এ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।