খুলনা জেলা (সুনাম) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

0
239

খবর বিজ্ঞপ্তি :
খুলনা জেলা সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির ত্রৈমাসিক সভা শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ৪ টায় উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সুনাম কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মুকুলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সাধারন সভাটি পরিচালনা করেন জেলা সুনাম কমিটির সাধারন সম্পাদক প্রভাষক এস এম সোহেল ইসহাক, তিনি গত সভার রেজুলেশন পাঠ করেন। জেলা সুনাম কমিটির সকলে নিজ নিজ পরিচয় দিয়ে পর্যায়ক্রমে সভার সভাপতির সম্মতিক্রমে সকলে কথা বলেন। জেলা সুনাম কমিটির সদস্য বাহলুল আলম বলেন, আমাদের জেলা সুনাম কমিটির সকলের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করলে ভালো হয়। ট্রেনিং এর মাধ্যমে আমাদের সোস্যাল লিংকেস বাড়ানো যাবে। তিনি আরো বলেন জেলা (সুনাম) কমিটি থেকে যদি প্রতি উপজেলা থেকে ভিজিট করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। সুনাম কমিটির সাধারন সম্পাদক পলাম কুমার দাশ প্রজেক্ট ডিজাইন সম্পর্কে আলোচনা করেন। উপজেলা সুনাম কমিটির সম্পর্ক, ফ্যাক্ট ফাইডিং সম্পর্কে আলোচনা করেন। শারি’র প্রকল্প সম্বনয়কারী বিষ্ণুপদ দাশ, বছরের পরিকল্পনা সম্পর্কে বলেন বার্ষিক পরিকল্পনা গ্রহন করা হয় মার্চ থেকে ফেব্রæয়ারি মাসে। তিনি আরো বলেন জেলা সুনাম কমিটির কার্যক্রমের সাথে আপনারা অত্যপ্রত ভাবে জড়িত। কোন উপজেলাতে যদি কোন সহিংসতার ঘটনা ঘটে তাহলে আপনারা সেখানে যাবেন। উপজেলার বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলবেন এবং একটা মানববন্ধন করবেন। জেলা পর্যায়ে যে মানববন্ধনগুলো আপনারা করেন সেখানে আরো লোক সমাগম বাড়াতে হবে। সর্বদা কথা বলেন জেলা সুনাম কমিটির প্রচার সম্পাদক রিংটন মন্ডল, অর্থ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম বাপ্পী, সহ-সভাপতি পঞ্চানন মন্ডল, মানবাধিকার সংস্থা হিউম্যানিটি ওয়াস এর সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শারি’র এ্যাডভোকেসির কর্মকর্তা শান্তনু কুমার দাশ। সভায় উপস্থিত ছিলেন বেনজির আহমেদ মুকুল, সাগর সেন, এ্যাড: মনিবুর রহমান, নয়ন পাল, প্রদূত রায়, বাপ্পী কুমার দে, সুজন কুমার রাহা, চিরঞ্জিৎ ঢালী, জগন্নাথ কর্মকার, ইয়াফেস ইস্তেহাক দীপ, অপু রায়হান আকাশ, অমল কৃষ্ণ মজুমদার, জেলা সুনাম কমিটির সদস্য মিঠুন দাশ প্রমুখ। সকল আলোচনা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।