খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

0
186

তথ্য বিবরণী:
খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় শিশুশ্রম নিরসনকল্পে সরকার গৃহীত কর্মসূচির অগ্রগতি, কারিগরি শিক্ষার প্রসার, উপজেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে অধিক নজরদারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা ও শিশুশ্রম বিষয়ে কাজ করা এনজিওদের মধ্যে সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, সরকার ২০২১ সালের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করতে চায়। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।