খুলনা জেলা মাদকদ্রব্য অভিযানে মাদকসহ আটক ৩, সাজা প্রদান

0
344

নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমস:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছেন মো: রুবেল হাওলাদার (২৫), আনজুমান আরা(২৯) ও মো: আলমগীর(৩০)। এদের মধ্যে দুইজনকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে (৮ জানুয়ারি) সংস্থার ‘খ’ সার্কেলের একটি টিম নগরীর খালিশপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নেতৃত্বে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বন্দরগেট এলাকায় অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ আঃ সালাম হাওলাদারের পুত্র মোঃ রুবেল হাওলাদারকে আটক করেন। এ সময় আসামির পিতা সালাম হাওলাদার ওরফে ঠুন্ডু সালাম পালিয়ে যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় দুই নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। অপরদিকে হাউজিং এস্টেট রোডে অভিযানে মোঃ ফোরকানের স্ত্রী আনজুমান আরাকে ৪০পিস ইয়াবাসহ আটক করেন। এছাড়া মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ আলমগীরকে ২শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো: আল মামুন ভ্রম্যমান আদালত পরিচালনা করে আটক দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।