খুলনা জেলা প্রশাসনের অভিযানে ইটভাটা মালিককে অর্থদন্ড দেড় লাখ : কারাদণ্ড তিন মাসের

0
547

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:

খুলনায় রুপসা উপজেলার শ্রীরামপুরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে জেলা ্প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স রুপসা ব্রিকস এর মালিক মো: শরিফুল ইসলাম কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ এর বিভিন্ন ধারার আলোকে ১৫০০০০ টাকা ( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) নগদ জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে রুপসা থানা পুলিশের ১৫ সদস্যের একটি টিম সহযোগিতা করেন। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান চলবে বলে জানানো হয়।