খুলনা জেলা ডিবি’র অভিযানে মাদকসহ আটক-১

0
178

নিজস্ব প্রতিবেদক:
ডুমুরিয়া থেকে জেলা ডিবির অভিযানে মাদকসহ ১ জনকে আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা নং-৮, তারিখ-৮/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।

ডিবি সূত্রে জানা যায়, খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে মর্মে জানতে পেরে (৮ জুন) মঙ্গলবার দুপুর ১২ টায় ডুমুরিয়া থানাধীন রানাই গ্রামস্থ পালবাড়ী নামক মোড়ে স্টার কে বি ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি রাসেল গাজীকে (২২) আটক করে। তিনি ডুমুরিয়া থানার রানাই গ্রামের লাকী বেগম ও ইসরাফিল গাজীর পুত্র।

খুলনা টাইমস/এমআইআর