খুলনা জেলা আ’লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন

0
165

খবর বিজ্ঞপ্তি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। সভাপতি তার বক্তৃতায় বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই সুযোগ্য উত্তরসুরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।’ সভাপতির পরে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহ সভাপতি যথাক্রমে এ্যাড. সোহরাব আলী সানা, কাজী বাদশা মিয়া, এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, খালেদীন রশীদী সুকর্ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাযরুল আলম, জেলা সদস্য শেখ মনিরুল ইসলাম, বুলু রায় গাঙ্গুলী, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ মোঃ আবু হানিফ, জাহানারা সহিদ, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির, এ্যাড সেলিনা আক্তার পিয়া, দেব দুলাল বাড়ই বাপ্পি, পারভেজ হাওলাদার, মো ইমরান হোসেন, আনোয়ারা খাতুন, সনিয়া আফরিন, মাধুরি সরকার, মিরা বেগম, রিজিয়া বেগম, হাসান রুমি, মাহফুজুর রহমান সোহাগ, রেজাউল ইসলাম রেজা, খান জিহাদুল ইসলাম, আজিজুর রহমান, বি এম মনি, আনসার আলী বাদল, দিপ পান্ডে, আকলিমা খাতুন তুলি, নাছিমা কবির, স্বর্ণালী হাসান, রুমা খাতুন, সাথি খাতুন, মারুফ হোসাইন, আমিরুল মোমেন, ফাইমিন সরদার, রাকিব মাহমুদ, আশফাকুল ইসলাম, মফিজুর রহমান মুন্না, খায়রুল বাসার, সৌমিক বসু, সাইফুল ইসলাম সাইফ, আবিদ হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের মদদ দাতা, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া একইদিন সকালে গল্লামারি স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পন করা হয়। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।