খুলনা কর অঞ্চলে চতুর্থ দিনে ৪ কোটি ২৯ লাখ টাকা আদায়

0
345

নিজস্ব প্রতিবেদক:
আয়কর মেলার চতুর্থ দিন রবিবার খুলনা অঞ্চলে ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৫০৯ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১৭ হাজার ৮২০ জন। রিটার্ন দাখিল করেছেন ৮ হাজার ৬৬৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৬০৩ জন। খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় রবিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, খুলনা জেলায় ১ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৩ হাজার ৬৬১ জন। রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ১৯৪ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১৮১ জন।
যশোর জেলায় ৭২ লাখ ১৮ হাজার ৩৬২ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ২ হাজার ৯৭০ জন। রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৩৮০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৭২ জন।
বাগেরহাট জেলায় ১১ লাখ ২৬ হাজার ৫২৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ২২০ জন। রিটার্ন দাখিল করেছেন ৪২৮ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৫০ জন।
সাতক্ষীরা জেলায় ৩৫ লাখ ১৭ হাজার ৯৬১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৫৮১ জন। রিটার্ন দাখিল করেছেন ৯৯৭ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১২৮ জন।
মেহেরপুর জেলায় ১৭ লাখ ৪০ হাজার ৬৭২ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৬১৮ জন। রিটার্ন দাখিল করেছেন ২৮৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ২৩ জন।
চুয়াডাঙ্গা জেলায় ২১ লাখ ১১ হাজার ২৩৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৬২৯ জন। রিটার্ন দাখিল করেছেন ৭২১ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩৯ জন।
ঝিনাইদহ জেলায় ২৭ লাখ ৯১ হাজার ৮৩২ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৪২৮ জন। রিটার্ন দাখিল করেছেন ৬৮৩ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১২ জন।
কুষ্টিয়া জেলায় ৪১ লাখ ৮৪ হাজার ৫১০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৭০০ জন। রিটার্ন দাখিল করেছেন ৭০০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৫৩ জন।
নড়াইল জেলায় ৮ লাখ ২৮ হাজার ৩৭৫ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৭১০ জন। রিটার্ন দাখিল করেছেন ৩৩০ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ২৬ জন।
মাগুরা জেলায় ৫ লাখ ৫৮ হাজার ২৩১ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ২০৫ জন। রিটার্ন দাখিল করেছেন ১৮৫ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ১০ জন।
ঝিকরগাছা উপজেলায় ৬৮ লাখ ৯২ হাজার ২৪৩ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১ হাজার ০৯৮ জন। রিটার্ন দাখিল করেছেন ৭৬২ জন। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৯ জন।
খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আগামী ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় মোটি ৩২টি স্টল রয়েছে।