খুলনা আইনজীবী সমিতির সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
340

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা আইনজীবী সমিতির সদস্য এম,এম, মুজিবুর রহমান প্রকাশ্য আদালতে অপেশাদার ও আদালতের শিষ্টাচার বহির্ভূত আচরণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। মামলার ভিকটিম ও ১নং সাক্ষীকে মানহানিকর অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ নানাবিধ ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পড়ে শোনান এ্যাডঃ এফ,এম,এ রাজ্জাক। শনিবার বিকালে পাইকগাছা প্রেসক্লাবে জি.আর ১৭৭/১১, দায়রা কেস নং- ১০৩৭/১৩ মামলার ভিটকটিম এফ,এম,এ রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, খুলনা জেলা অতিরিক্ত জেলা জজ আদালত-১ উপস্থিত হয়ে গত ১৭/০৭/২০১৯ তারিখে উক্ত মামলার সাক্ষ্য শেষে জেরাকালে আসামীপক্ষের আইনজীবী এম,এম, মুজিবুর রহমান প্রকাশ্যে আদালতে বিচার কার্য্যে অংশগ্রহণরত অবস্থায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতি দেখিয়ে অপেশাদার আচরণ, আদালতের বিধি-বিধান লংঘন ও শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে। যা আদালতে উপস্থিত সরকারি কৌশুলী, অন্যান্য আইনজীবী, বিচারপ্রার্থীরা সহ কর্মকর্তা-কর্মচারীরা দেখেছেন ও শুনেছেন। এমনকি আদালতের বিচারক তাকে নিবৃত করার চেষ্টা করলেও তিনি তা মানেননি। আমি উক্ত ঘটনায় মর্মাহত, অপমানিত ও মানহানীর শিকার হয়েছি। যা অর্থের মানদন্ডে পূরণ হওয়া সম্ভব নয়। সে কারণে আমি দেশের প্রধান বিচারপতি, বাংলাদেশ বার কাউন্সিল, খুলনার বিজ্ঞ জেলা জজ বাহাদুর, খুলনা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর এ্যাডঃ এম,এম, মুজিবুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ তার বার কাউন্সিলের সনদ বাতিলের দাবী জানিয়ে অভিযোগ দিয়েছি। একই সঙ্গে পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে আইনী সহায়তার আবেদন করেছি।