খুলনায় ৭টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

0
195

টাইমস প্রতিবেদক:
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে সোমবার তেরখাদা উপজেলার শেখপুরা ও কাটেঙ্গা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে শেখপুরা বাজারে তদারকি করে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস রাখায় মারুফ স্টোরকে ৩ হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় মিলন স্টোরকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অপর আরেকটি অভিযানে কাটেঙ্গা বাজারে তদারকি করে মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) রাখায় শিকদার মেডিকেলকে ২ হাজার টাকা, সালমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় তৃষ্ণা মিষ্টান্নকে ২ হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় বিশুদ্ধ পণ্য সম্ভারকে ২ হাজার টাকা,আর. এ. কসমেটিকসকে ৪ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, খুলনা।