খুলনায় ১১ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
428

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
১১ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৯টি শিক্ষক-কর্মচারী সংগঠনের যৌথ মোর্চার সমন্বয়ে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ, খুলনা শাখার উদ্যোগে রবিবার খুলনা মহানগরীর পিকচার প্যালেস সংলগ্ন এলাকায় সকাল ১১টায় সহস্রাধিক শিক্ষকের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী ও বাকশিস-এর জেলা সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগম। পরিচালনা করেন জেলা সমন্বয়কারী ও বাংলাদেশ শিক্ষক সমিতি, খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ অলিউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সংগ্রাম কমিটির অন্যতম নেতা শ্যামল কুমার রায়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে সংগ্রাম কমিটির জেলা ও মহানগর নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ধীমান চন্দ্র বিশ্বাস, অধ্যাপক আবুল কালাম আজাদ, মোঃ আনোয়ার হোসেন শেখ, ড. জাকির হোসেন, নিতাই পাল, শেখ রিজাউল করিম, শেখর ফৌজদার, মোঃ সাহেব আলী, যশমন্ত ধর, মোঃ মনিরুজ্জামান, আসিফ ইকবাল, আজিজা সুলতানা, মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যক্ষ মনিরুদ্দিন বিশ্বাস, সুকুমার রঞ্জন বৈরাগী, ইব্রাহিম হাওলাদার, বিজয় মৈত্র, জাহাঙ্গীর আলম সবুজ, হুমায়ুন কবির, মোঃ অলিয়ার রহমান, বিজয় কৃষ্ণ বিশ্বাস, অঞ্জন কুমার কুন্ডু, রঞ্জন কুমার তরফদার, বিপুল কুমার দাস, আলী আকবর, অধ্যক্ষ নাদিরা বেগম, কার্তিক চন্দ্র দাস, পারভীন সুলতানা, দীপ্তি রানী দে, শেখ আজিজুল ইসলাম টিপু, দেবু শিকদার, নিমাই মন্ডল, এস আনিসুর রহমান, মোঃ শফিউল আজম, পাপিয়া আক্তার, মোঃ ইমরান হোসেন, মঈনুল ইসলাম মণ্টু, মোঃ মোজাহার আলী, অসীম কুমার মন্ডল, সুকেশ চন্দ্র ফৌজদার, মোঃ মোশাররফ হোসেন, প্রদীপ ভাদুড়ী, মুহিত কুমার সাহা প্রমুখ। #