খুলনায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

0
462

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মোঃ ইকরাম হোসেন সিয়াম (৩৩) নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া তেতুল তলার মোড় এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থানাধীন রেলওয়ে হকার্স মার্কেটের নান্নু সুপার মার্কেটের ২য় তলার উপর ফপস টেইলার্স এর সামনে থেকে আসামীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।