খুলনায় হকারদের পুনর্বাসনের দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

0
421

খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনায় হকারদের পুনর্বাসন দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতারা। গতকাল সোমবার দুপুরে কেএমপি সদর দফতরের অতিরিক্ত কমিশনার মো. মাহবুব হাকিম পুলিশ কমিশনারের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) যানজটের ইস্যু সৃষ্টি করে গত ৭ জুন মহানগরীর ডাকবাংলো থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত হকার্স উচ্ছেদের নোটিশ দেয়। এতে সাড়ে ৪শ’ হকার বেকার হয়ে পড়েছেন। তারা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। মানবিক দিক বিবেচনা করে হকারদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি শাহীন রেজা খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, জেলা বিএনপি নেতা আবুল হোসেন বাবুসহ হকার্স ইউনিয়নের নেতারা। এদিকে, আজ মঙ্গলবার সকাল ১০টায় মহানগরীর মহারাজ চত্বরে হকারদের পুনর্বাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে হকাররা।