খুলনায় শতভাগ ভাতা প্রদানের অগ্রগতি পর্যালাচনা সভা অনুষ্ঠিত

0
128

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের জিটুপি পদ্ধতিতে শতভাগ ভাতা প্রদানের অগ্রগতি পর্যালাচনা ও সিটিএম প্রকল্পের অধীন ল্যাপটপ-প্রিন্টার বিতরণ অনুষ্ঠান শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশিদ আলম চৌধুরী। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান।

স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলার নয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য নয়টি ল্যাপটপ ও নয়টি প্রিন্টার, তিনটি শহর সমাজসেবা কার্যালয়ের জন্য তিনটি ল্যাপটপ ও তিনটি প্রিন্টার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের জন্য একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার কর্মকর্তাদের হাতে তুলে দেন।

খুলনা টাইমস/এমআইআর