খুলনায় র‌্যাবের অভিযানে বিআরটিএ দালাল চক্রের ৬ সদস্য আটক

0
638

নিজস্ব প্রতিবেদক:
খুলনায় বিভিন্ন প্রকার সীল, নকল সার্টিফিকেট, স্ট্যাম্পসহ বিআরটিএ দালাল চক্রের মূল হোতাসহ ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-৬’র সদস্যরা। আটকেরা হলেন খানজাহান আলী থানাধীন শিরোমনি কেডিএ আবাসিক এলাকার শেখ মতিয়ার রহমানের ছেলে শেখ মনিরুল ইসলাম (৫০), তার ছেলে শেখ বাসিত হোসাইন (২১), আড়ংঘাটা থানাধীন মৃত চাঁদ আলী খানের ছেলে আ: সবুর খান (৫১), গিলাতলা দক্ষিণপাড়া এলাকার অসীম মজুমদারের ছেলে সঞ্জয় (৫০), পাবলা মধ্যপাড়া এলাকার মনিদ্র শাহ’র ছেলে সুবাস সরকার (৫৭) ও মৃত দুর্গা দাসের ছেলে বিদ্যুৎ মজুমদার (৫৪)। বুধবার বিকালে তাদের আটক করা হয়।

 

র‌্যাব-৬ সূত্র জানায়, শিরোমনি আবাসিক এলাকায় দালাল চক্রের হোতা শেখ মনিরুল ইসলামের বাসায় কিছু দালাল লোকজনদের কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিপিসি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান ও সহকারী পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন’র নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ১২টি সীল, ৪৩০০ টি মেডিকেল সার্টিফিকেট, ১০০ ও ৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ১৭৯টি, কম্পিউটারের সিপিইউ ১টি, কাউন্সিলরের সার্টিফিকেট (অপূরণকত) ৪৮৮টি ও ড্রাইভিং লাইসন্স’র আবেদন ফরম ১০০টি উদ্ধার এবং দালার চক্রের ৬ সদস্যকে হাতে নাতে আটক করে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে নগরীর খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা এনায়েত হোসেন মান্ন।