খুলনায় রিটার্নিং কর্মকর্তার কাছে ছয় আসন মিলিয়ে মনোনয়ন জমা পড়লো ৫১ টি

0
1004

স্টাফ রিপোর্টারঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি সংসদীয় আসনে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গল (২৭ নভেম্বর) প্রথম দিন ও  আজ বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষে দিনে প্রার্থীরা  জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন এসব মনোনয়নপত্র গ্রহন করেন।

এবারের একাদশ জাতীয় নির্বাচনে খুলনা ছয়টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ সতন্ত্র মিলিয়ে ৬০ জন মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দিয়েছেন মাত্র ৫১ জন প্রার্থী।

বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন ৩৬ জন। বাকি ১৫ জন আগের দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এবারে প্রতিটি আসনে আওয়ামী লীগের একজন করে মনোনয়নপত্র জমা দিলেও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, বিএনপির আমীর এজাজ খান, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, সিপিবির অশোক কুমার সরকার, ওয়ার্কার্স পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায়, ইসলামী আন্দোলনের আবু সাঈদ, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ননী গোপাল মন্ডল।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলনের মাওলানা আবদুল আউয়াল, সিপিবির এইচ এম শাহাদাৎ হোসেন, জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বেল্টু, মুসলীম লীগ এস এস ইসমাইল আলী, জাতীয় পার্টির এস এম এরশাদুজ্জামান ডলার, বিএনএফের এস এম সোহাগ ও গণফ্রন্টের মনিরা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খুলনা-৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, বিএনপির এস এম আরিফুর রহমান মিঠু ও রকিবুল ইসলাম বকুল, ইসলামী আন্দোলনের মাওলানা মুজ্জাম্মিল হক, বাসদের জনার্দন দত্ত, জাকের পার্টি এস এম সাব্বির হোসেন ও জেএসডির আ ফ ম মহসীন।

খুলনা-৪ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আবদুস সালাম মুর্শেদী, বিএনপির আজিজুর বারী হেলাল ও শরীফ শাহ কামাল তাজ, ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কে এম আলী দাদ, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসেন, জাকের পার্টির শেখ আনসার আলী, বিএনএফের শেখ হাবিবুর রহমান ও জাতীয় পার্টির এম হাদিউজ্জামান।

খুলনা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, বিএনপির ড. মামুন রহমান, ডা. গাজী আবদুল হক ও মিয়া গোলাম পরওয়ার (জামায়াত), জাতীয় পার্টির সাঈদ আলম মোড়ল, সিপিবির চিত্ত রঞ্জন গোলদার ও ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান।

খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের আকতারুজ্জামান বাবু, বিএনপির শফিকুল আলম মনা ও মাওলানা আবুল কালাম আজাদ (জামায়াত), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও মোস্তফা কামাল জাহাঙ্গীর, জেএসডির আইয়ুব আলী, ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ, সিপিবি’র সুভাষ চন্দ্র সাহা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মির্জা গোলাম আযম, জাকের পার্টির শেখ মোর্তজা আল মামুন, স্বতন্ত্র সুব্রত কুমার বাইন ও মোঃ আবদুল কাদের মনোনয়ন জমা দেন।