খুলনায় যুবকের চোখ উৎপাটন মামলা তদন্তে আরও সময় পেয়েছে পিবিআই

0
715

খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনায় পুলিশের বিরুদ্ধে যুবক মো. শাহজালালের চোখ তুলে নেওয়ার অভিযোগ তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আরো সময় পেয়েছে। শাহজালালের মায়ের দায়ের করা মামলার ধার্য দিনে ১৮ অক্টোবর’১৭ বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। পিবিআই’র পক্ষ থেকে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। রেনু বেগমের পক্ষে মামলা পরিচালনাকারী এ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্তের জন্য আরো সময় প্রয়োজন হবে। এ কারনে আদালতে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৮ জুলাই রাতে নগরীর খালিশপুর নয়াবাটি এলাকা থেকে ‘ছিনতাইকারী’ সন্দেহে আটক করা হয় শাহজালালকে। পরিবারের দাবি, আটকের পর দাবিকৃত টাকা দিতে না পারায় স্ক্রু ড্রাইভার দিয়ে শাহজালালের দুই চোখ উপড়ে ফেলে পুলিশ। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শাহজালালের মা রেনু বেগম বাদী হয়ে খালিশপুর থানার ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত।