খুলনায় মাদকদ্রব্য’র বিশেষ অভিযানে মাদক বিক্রেতাকে সাজা

0
543

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এর মধ্যে মাদক বিক্রেতা মোঃ জুয়েলকে ভ্রম্যামান আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর মাদক বিক্রেতা মোঃ লিটন কাজী (২২ )’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রম্যামান আদালতটি পরিচালনা করেন। সোমবার নগরীর খালিশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে উক্ত মাদক বিক্রেতাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে সহকারি কমিশনার ও নির্বাজী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে জেলা মাদকের ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা সহযোগিতায় একটি টিম খালিশপুরে পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা আল মামুনের পুত্র মোঃ জুয়েলকে ১শ’ গ্রাম গাজা ও ফেনসিডিলসহ আটক করেন। পরবর্তীতে ভ্রম্যামান আদালত মাধ্যমে বিজ্ঞ বিচারক সহকারি কমিশনার ও নির্বাজী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অপর অভিযানে একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইলিয়াস কাজীর পুত্র লিটন কাজীকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।