খুলনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীদের অবিরাম প্রচারণা

0
758

এম জে ফরাজী : ঘূর্ণিঝড় ‘পিথাই’ এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে মঙ্গলবার সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে খুলনাসহ আশপাশের এলাকায়। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন খুলনার প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, মাইকিং, লিফলেট বিতরণে নির্বাচনী এলাকা থেকে ঠান্ডা এক প্রকার পালিয়ে গেছে।
সকালে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল নগরীর শিববাড়ি মোড়, কেডিএ এভিনিউ, গোবরচাকা, শেখপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
নৌকা প্রতীকের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সেখ জুয়েলকে বিজয়ী করতে ভোটার নিকট আহ্বান জানান।
একই সাথে নৌকার সমর্থনে নগরীর নিরালা বাজার, আবাসিক এলাকা, শেরেবাংলা রোড এলাকায় ১৪ দলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, জেপি’র কেন্দ্রীয় নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, জেপি’র নেতা ডা. অধ্যক্ষ এমএন আলম সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।
সেখ জুয়েলের সর্মথনে মহানগরীর দোলখোলা মোড়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে নৌকার গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আবু কাওছার।
অপরদিকে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর গোবরচাকা, চেম্বার ভবন, খানজাহান আলী রোড, ফুল মার্কেট, রায়ের মহল এলাকায় গণসংযোগ করেন।
খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান দৌলতপুরের দেয়ানা দক্ষিণ, পূর্ব, উত্তর পাড়া, মোল্যা পাড়াসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গণসংযোগ করেন।
একই আসনের ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক ১২নং ওয়ার্ড হাউজিং, নিউজপ্রিন্ট মিল গেট, মহাসিন কলেজ মোড়, প্রভাতী স্কুল, নোটারী স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। প্রচারণায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এছাড়া নগরীর দুটি আসনের নৌকার প্রচারণায় আগে থেকেই কাজ করছে মহানগর ছাত্রলীগের ১০৮টি ইউনিট। যার নেতৃত্বে রয়েছেন নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। জেলা যুবলীগের পক্ষ থেকেও ২টি ইউনিট গতকাল মঙ্গলবার খুলনা-২ ও খুলনা-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন।
খুলনা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আকতারুজ্জামান বাবু মঙ্গলবার পাইকগাছায় গণসংযোগ করেন। এছাড়া তিনি পাইকগাছা পৌরসভা ঊর্মিলা কমপ্লেক্স মিলনায়তনে পাইকগাছা ও কয়রা উপজেলা আ’লীগ আয়োজিত যৌথ নির্বাচনী বর্ধিত সভায়ও বক্তৃতা করেন।