খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

0
858

তথ্যবিবরণী :
দেশের অন্যান্য স্থানের ন্যায় আজ বৃহস্পতিবার খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৮ পালিত হয়। এ উপলক্ষে সকালে খুলনা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য ‘তামাক করে হৃৎপিন্ডের ক্ষয় ! স্বাস্থ্যকে ভালোবাসি, তামাকে নয়’।
প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক ।
তামাকের ক্ষতিকর দিক ও দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, তামাক ও ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান থেকেই পরবর্তীতে মাদকের যাত্রা শুরু হয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে ধূমপানকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
র‌্যালি ও আলোচনা সভায় চিকিৎসক, সেবিকা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।