খুলনায় বিজয় দিবসে ইশা ছাত্র আন্দোলনের সভা ও ৱ্যালী

0
633
শেখ নাসির উদ্দিন : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা দক্ষিণের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা শাখা সভাপতি কে এম আব্বাস আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক৷ বিশেষ অতিথি ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সহ সভাপতি শেখ মু নাসির উদ্দি্ন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা  সম্পাদক মুহাম্মাদ আজিজুল হক৷
আলোচনা সভায় বক্তরা বলেন স্বাধীনতার ৪৬ বছর হলেও এই বাংলার মানুষ স্বাধীন একটা ভূখন্ড ছাড়া স্বাধীনতার কোন স্বাদ পায়নি৷ তাই মানুষের সেই স্বাধীনতা পৌছে দেওয়ার লক্ষ্যে ইশা ছাত্র আন্দোলনের  সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো  হয়, যাতে দেশ জাতি ও মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের মুক্তি  ও পূর্ণ স্বাধীনতা বয়ে আনতে পারি৷
আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য ৱ্যালী পাওয়ার হাউজ মোড়় হতে শুরু হয়ে ডাকবাংলা, পিকচার প্যালেস হয়ে ফেরিঘাট মোড়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়৷
এছাড়া সন্ধ্যা ৬ টা থেকে মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমিরুল ইসলাম, মু ইসহাক ফরিদী, এস কে নাজমুল হাসান, মু সাইফুল ইসলাম, আ: সালাম জায়েফ, মু খালিদ সাইফুল্লাহ, মু.ইয়ামিন মোল্লা, মু.কাজী আল আমিন, মু.মইনুল ইসলাম, এস এম শাহিন, মু.নুরে আলম সিদ্দীকি, মু.শফিকুর রহমান, মু.আল আমিন শেখ, মু.মামুন অর রশিদ, মু.নাজমূল হুদা, আবু রায়হান, মু রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ৷৷