খুলনায় পোষা কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

0
844

নিজস্ব প্রতিবেদক : খুলনায় প্রকাশ্যে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে পশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার খুলনার বিজ্ঞ মহানগর হাকিম আতিকুস সামাদ এর আদালতে পপল ফর এ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ মামলাটি দায়ের করা হয়েছে। প’ ফাউন্ডেশন খুলনার সহকারী বিভাগীয় প্রধান নাহিয়ান আসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ দায়ের কারীর পক্ষে আদালতে মামলাটি শুনানী করেন প’ ফাউন্ডেশন খুলনা বিভাগীয় প্রধান এ্যাডঃ নাজিয়া আহমেদ বর্ণা।
নাজিয়া আহমেদ বর্ণা বলেন, গত ৪ঠা নভেম্বর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় একটি পোষা কুকুরকে প্রকাশ্যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগে মামলাটি দায়ের হয়। বিবাদীর আত্মসম্মানের কথা বিবেচনা করে তার নাম প্রকাশ করা হচ্ছে না। তবে সেটি মামলায় উল্লেখ আছে।
তিনি আরও বলেন, খুলনায় পশু নির্যাতন আইনে এই প্রথম মামলা হলো। বিজ্ঞ আদালতের বিচারক শুনানী শেষে মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ প্রদান করেন।