খুলনায় নাশকতা পরিকল্পনার বৈঠকে পুলিশের হানা : আগ্নেয়াস্ত্রসহ আটক ১

0
364

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:

খুলনা জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলা উপজেলা এলাকা থেকে হত্যাসহ ততোধিক মামলার আসামী রকিবুল খন্দকার (২২) কে একটি ওয়ান সুটারগান সহ গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শিকদার আক্কাস আলী (পিপিএম) এ খবরটি নিশ্চিত করেছেন। আটক রকিবুল চরমপন্থী দলের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, ২ ফেব্রুয়ারী গভীর রাতে পুলিশ সুপার নিজামুল হক মোল্যার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিকদার আককাছ আলী পিপিএম এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযানকালে ফুলতলা থানাধীন উত্তর আলকা সাকিনের জনৈক মনিরুজ্জামান @ মনির এর স-মিলের পাশে সমবেত হয়ে শলাপরামর্শ করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে রকিবুল খন্দকার (২২) কে আটক করে। পরে রকিবুলের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পাশের কোমরে গোজা ১টি সক্রিয় লোহার তৈরী অত্যাধুনিক ওয়ান সুটারগান উদ্ধারপূর্বক জব্দ করা করেন। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে থাকা আরো ৪/৫ জন অস্ত্র গুলি বোমা সহ দৌড়ে পালিয়ে গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে আগামী ৮ ফেব্রুয়ারী বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদার বিচারাধীন মামলার রায়কে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অস্ত্র-গুলিসহ ধর্তব্য অপরাধ করার জন্য সে সহ পলাতক সহযোগীরা অবস্থান করছিল। রকিবুলের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই(নিঃ) মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করিলে ফুলতলা থানার মামলা নং-০২ তারিখ-০২/০২/২০১৮ খ্রিঃ ধারা ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(অ) রুজু হয়। অস্ত্রের উৎসের অনুসন্ধান এবং সহযোগী আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।