খুলনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সংলাপ

0
478

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস :
খুলনায় নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ বিষয়ক শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজিতা যুব কল্যাণ সংস্থার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়ে এই আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউর রহমান।

অপরাজিতা যুব কল্যাণ সংস্থার সভাপতি মোছা. ফাইমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক অমল কুমার গাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভলেপমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক বায়েজীদ খান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার বদরুল আলম। উপস্থিত ছিলেন, দ্বীপ্তমান মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. হোসনে আরা, হেল্প মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন, অপরাজিতা যুব কল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্য জোবায়েদা নওশীনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সম্মানিত অতিথিদের নিয়ে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অপরাজিতা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার মণ্ডল।