খুলনায় দেশের প্রথম জিআই সার্জন ডাঃ জওহর লাল সিংহ

0
211

ঢাকা অফিস:
খুলনা বিভাগের প্রখ্যাত কলোরেষ্টাল সার্জন ও খুলনা ফোলোন-রেষ্টাম রিসার্চ সেন্টার (কঈজঈ) এর পরিচালক সহযোগী অধ্যাপক জওহর লাল সিংহ বাংলাদেশ সরকার কর্তৃক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেশের প্রথম সার্জিক্যাল গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট (জিআই সার্জন) হিসাবে করোনার মহামারির আগে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ২০১৫ সালে কোলোন ও রেষ্টাল ক্যালার সার্জারিতে গবেষনা ও বিশেষ অবদানের জন্য আমেরিকান ফেলোশীপ প্রাপ্ত হন যা আমাদের দেশে প্রথম। তারপর তিনি সিঙ্গাপুর সাংহাই ও জাপানের টোকিওতে পরিপাকতন্ত্র কোলোন ও রেষ্টাল সার্জারিতে এন্ডোস্কপিক কোলোনোস্কপিক ল্যাপারোস্কপিক ও লেজার অপারেশনের উপর উচ্চ প্রযুক্তির প্রশিক্ষন গ্রহন করেন। তিনি খুলনায় পরিপাকতন্ত্র (পাকস্থলি প্যানক্রিয়াস পিত্তথলি-নালী ও লিভার।) বৃহদান্ত্র, বায়ু ও মলদ্বারের সমস্যায় উচ্চ প্রযুক্তির স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সবার সহযোগীতা, দোয়া ও আশিবাদ প্রাথী।