খুলনায় দেশটাকে পরিস্কার করি দিবস উদযাপিত

0
480

নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় হয়ে গেলো দেশটাকে পরিস্কার করি দিবস।আজ (১৫ সেপ্টেম্বর) শনিবার সামাজিক সংগঠন “পরিবর্তন চাই” এর উদ্যোগে খুলনায় ৪র্থ বারের মত পালিত হয়েছে দিবসটি।বেলা ১১ টায় নগরীর শিববাড়ি মোড়ে কর্মসূচি উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) সোনালী সেন।পরে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিববাড়ি থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত ঝাড়ু, পলিথিন ও বেলচা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাদিক শিক্ষার্থীরা।

“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবর্তন চাই সংগঠনের উদ্যেগে সারাদেশের ন্যায় খুলনায়ও দিবসটি পালিত হয়।পরে হাদিস পার্কে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত আলম, নিবাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা, নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল। বক্তারা এই কাজকে স্বাগত জানিয়ে বলেন তরুণরা আমাদের যে বার্তা দিচ্ছে সচেতনতা বৃদ্বির আমাদের উচিত সকলেই সকলের জায়গা থেকে এ কাজে এগিয়ে আসা।শুধু একটু সচেতন হলেই আমার দেশ আমিই পরিস্কার রাখতে পারি।বক্তৃতা শেষে শিক্ষার্থীদেরকে স্চ্ছোসেবক সেনদ ও খাবার বিতরণ করা হয়।

দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ এর আয়োজক কমিটির জাতীয় সমন্বয়ক শহীদুল ইসলাম কাজল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এ অভিযানকে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ আয়োজনে সহায়তা করছেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন।