খুলনায় দুর্নীতি বিরোধী মানববন্ধন

0
377

তথ্য বিবরণী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দল থেকে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন। মাদক ও দুর্নীতি দেশের উন্নয়নের বড় অন্তরায়। সরকার মাদকের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। প্রথমে নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতা কর্মসূচি জোরদার করতে মানববন্ধনে উপস্থিত বক্তারা আহবান জানান।
খুলনা সম্মিলিত দুর্নীতি বিরোধী জোটের উদ্যোগে বৃহস্পতিবার পিকচার প্যালেসসহ খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনাকে দুর্নীতিমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।
খুলনা পিকচার প্যালেসের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও মহাসচিব মোঃ আশরাফুজ্জামান, বিটিভি খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, কৃষক নেতা শ্যামল সিংহ রায় প্রমুখ। খুলনা সম্মিলিত দুর্নীতি বিরোধী জোটের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।