খুলনায় দু’বছরের অধিক কর্মরত ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ

0
274

টাইমস প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” এর মাধ্যমে সর্বস্তরে সুশাসন বাস্তবায়নে খুলনার রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে অনন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উদ্যোগটি হচ্ছে একই কর্মস্থলে দুই বছরের অধিক সময় কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করা। বুধবার (২৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর উদ্ভাবনী চিন্তনপ্রসূত এ উদ্যোগ বাস্তবায়নে রাজস্ব শাখায় কর্মরত উল্লিখিত কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে নির্ধারিত দিনে অনুষ্ঠানের মাধ্যমে নিজেরাই নিজেদের কর্মস্থল লিখিত টোকেন উত্তোলনের মাধ্যমে এ লটারি কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (এপি ও ভিপি শাখা), সহকারী কমিশনার (গোপনীয়) সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।