খুলনায় দুই পুলিশসহ আটক ৫ : উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য

0
515

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর খালিশপুর থানার পুলিশ আইজ্যার মোড় এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিল সহ পুলিশের এএসআই ও কনষ্টেবলসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসময় এক হাজার ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন খুলনা এপিবিএন’এ কর্মরত এএসআই আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট সিআইডির কনষ্টেবল সোহানুর রহমান, এছাড়া সোনালী জুট মিলের কর্মকর্তা মেহেবুব বিন আফতাব, নাহিদ শেখ ও সোহেল বেগ।
নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, নগরীর আইজ্যার মোড় এলাকায় এপিবিএন এর এএসআই এএসআই আব্দুল্লাহ আল মামুন ও সোনালী জুট মিলের কর্মকর্তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে খালিশপুর থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জানা যায় যে আব্দুল্লাহ আল মামুন এএসআই। তার সাথে থাকা মেহেবুব বিন আফতাব সোনালী জুট মিলের কর্মকর্তা। তাদের দুজনকে তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর খানজাহান আলী থানার যোগীপোল এলাকা থেকে গ্রেফতার করা হয় বাগেরহাট সিআইডিতে কর্মরত কনস্টেবল এসএম সোহানুর রহমান, তার সহযোগী নাহিদ শেখ ও সোহেল বেগকে।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।