খুলনায় জেলা ব্রান্ডিং বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

0
375
প্রত্যেকটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয়কে নির্দিষ্ট লোগোর মাধ্যমে তুলে ধরার উদ্যোগ হিসেবে জেলা ব্রান্ডিং বিভাগীয় কর্মশালা বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। খুলনা জেলা ব্রান্ডিং এ ‘বাঘের গর্জন সমৃদ্ধি অর্জন’ লোগোর মাধ্যমে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন,পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন জেলার পণ্য অন্যান্য জেলায় পরিচিত করা, স্থানীয় উদ্যোক্তা তৈরি ও বিদ্যমান উদ্যোক্তাদের সক্ষমতার উন্নয়ন তথা টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে জেলা ব্রান্ডিং। বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্প, বাঘের পরিচয়ে ক্রিকেট, ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তিখাতসহ ডিজিটাল বাংলাদেশের পরিচয়ে সারা বিশ্বে পরিচিত। এদেশের ৬৬% কর্মক্ষম জনগোষ্ঠী, যা আমাদের সম্পদ। সম্মিলিত উদ্যোগ থাকলে নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় আমরা উপযুক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে অচিরেই এতদঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল ভোগ করবে। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সম্ভাবনাময় খাতগুলোতে অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি করতে জেলা ব্রান্ডিং এর উদ্যোগ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। জেলা ব্রান্ডিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ই-সার্ভিসের পরিচালক (যুগ্ম সচিব) ড. মোঃ আব্দুল মান্নান এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ই-সার্ভিস স্পেশালিস্ট         মোঃ মামুনুর রশিদ ভূইয়া।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।