খুলনায় জেএসসি’র ৩৩হাজার জেডিসির ৪হাজার পরীক্ষার্থী

0
729

নিজস্ব প্রতিবেদক:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছরে খুলনা জেলায় জেএসসিতে ৩৩ হাজার ৩শ’ ৩৫ জন এবং জেডিসিতে ৪ হাজার ৩শ’ ৩৮ জন অংশ নিচ্ছে। জেলায় ৫৩টি কেন্দ্রে জেএসসি এবং ১৪টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং ১৮ নভেম্বর শেষ হবে। উপজেলা পর্যায়ে পরীক্ষা কেন্দ্রে ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলার জেএসসি পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে খুলনা জিলা স্কুল, দৌলতপুর মুহসিন, খুলনা পাবলিক কলেজ, বঙ্গবাসী, নৌ বাহিনী, গভমেন্ট ল্যাবরেটরী, খুলনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, হাজী ফয়েজ উদ্দীন, সরকারি করোনেশন, সরকারি মডেল, ফাতিমা, বিকে ইউনিয়ন, খুলনা কলেজিয়েট, রোটারী, পল্লীমঙ্গল, ইকবালনগর, প্রিন্স আগাখান, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আফিল উদ্দিন, দৌলতপুর মহসিন বালিকা, আরআরএফ, খানাবাড়ি, চালনা সরকারি মাধ্যমিক, বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, রাড়–লী আরকেবিকে, চাদখালি বহুমুখী, গড়ইখালি আলমশাহী, পাইকগাছা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুণি মেহেরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বটিয়াঘাটা থানা হেড কোয়াটার, খারাবাদ বাইনতলা, জলমা চকরাখালি, ডুমুরিয়া এনজিসি ও এনসিকে শাহপুর, দিব্যপল্লী, সাহস নোয়াকাঠি, ফুলতলা রিইউনিয়ন, ক্যান্টনমেন্ট, জামিরা বাজার মাধ্যমিক বিদ্যালয়, শিরোমনী মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া স্কুল, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া এমএ মজিদ, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, কয়লা মদিনাবাদ মাধ্যমিক, আমাদি জায়গীরমহল, জেলাবাড়ি পাঞ্চুগাজী, সুন্দরবন মাধ্যমিক বালিকা ও ইখড়ি কাটেঙ্গা এফএইচ মাধ্যমিক বিদ্যালয়।
জেডিসি’র কেন্দ্রগুলো হচ্ছে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকীয়া, শিরোমণি আলিম মাদ্রাসা, সামন্তসেনা দাখিল মাদ্রাসা, তেরখাদা ইখড়ি দাখিল মাদ্রাসা, ডুমুরিয়া মধুগ্রাম আলীম মাদ্রাসা, ডুমুরিয়া মজিদিয়া আলীম মাদ্রাসা, চুকনগর হাসানিয়, চালন বেল্লালিয়া, পাইকগাছা হাবিবনগর ফাযিল মাদ্রাসা, পাইকগাছা আলিম মাদ্রাসা, কয়রা উত্তর চর আমিনিয়া মাদ্রাসা, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা ও ঘুগড়াকাঠি ফাযিল মাদ্রাসা।