খুলনায় চিকিৎসকে বাঁচাতে জেলা প্রশাসকের উদ্যোগ

0
278

নিজস্ব প্রতিবেদক:
একজন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। যিনি খুলনার আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন তাঁর অসাধারণ নেতৃত্বগুণে। করোনার এই দুঃসময়ে তিনি যেমন কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন, তেমনি করোনা সংক্রমণ থেকে বাঁচাতে দিচ্ছেন নিরাপত্তা সরঞ্জাম (মাস্ক, গেøাভস, স্যানিটাইজার, পিপিই, নিরাপত্তা গগলস ইত্যাদি)। এবার ঠিক একইভাবে এগিয়ে এলেন কোভিড-১৯-এ আক্রান্ত সম্মুখ করোনা ফাইটার ডা. মাসুদ হাসানের জীবন বাঁচাতে।
জানা গেছে, খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় তিনি তাৎক্ষণিক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে অবগত করেন। তখন জেলা প্রশাসক কালক্ষেপন করেননি। বরং তড়িৎ পদক্ষেপের মাধ্যমে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে এয়ার এ্যাম্বুলেন্সেযোগে তাঁকে ঢাকার মুগদা হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। এনিয়ে খুলনা সর্বস্তরের মানুষের কাছে পূর্বেও ন্যয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। বলা চলে জনসেবায় জনপ্রশাসন কথাটি এক্ষেত্রে বাস্তব প্রতিফলন ঘটিয়েছে।