খুলনায় গুম বিরোধী মানববন্ধনে বক্তারা ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’

0
529

খবর বিজ্ঞপ্তি:
গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিট আয়োজিত র‌্যালি ও মানববন্ধন গতকাল বেলা ১১টায় নগরীর জাতিসংঘ পার্কের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর ফুল মার্কেট থেকে র‌্যালী বের হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধিকার খুলনা ইউনিটের ফোকালপার্সন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শেখ নূরুল হাসান রুবা। বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, শিক্ষাবিদ ও নারী নেত্রী রেহেনা আখতার, বিশিষ্ট সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সাংবাদিক মো. রায়হান মোল্লা, মো. সাইফুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি মো. ফারুক হোসেন, এসএমএ রহিম, রেজাউল আলম চৌধূরী বিপ্লব, মো. মামুন-অর-রশীদ, মো. সাকিব হাসান, মো. বাদশা শেখ, মো. ইমরান শেখ, মো. রায়হান, মো. সরদার, মো. মাকসুদুর রহমান, মো. সোহেল, মো. শিহাব, হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক কেএম জিয়াউস সাদাত, জি.এম রাসেল ইসলাম, আহাদ আলী, মো. তামিম হাসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় গুম ও হত্যার শিকার হওয়া পরিবারের সদস্যরা কঠিন দুর্বিসহ যন্ত্রনা নিয়ে দিন কাটাচ্ছেন। এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকেই প্রতিবাদ মুখর হতে হবে। বিশেষ করে গণবিপ্লব ছাড়া দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে রেহাই পাওয়া সম্ভব নয়।