খুলনায় খাল এবং সরকারি খাস জমি দখল করে পাকা প্রাচীর নির্মাণ

0
924

ফুলবাড়িগেট প্রতিনিধি: খুলনার আড়ংঘাটা থানাধীন যোগিপোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলিগাতী বুচিতলা এলাকার শেখ আনছার আলীর পুত্র রবিউল ইসলাম রবির বিরুদ্ধে এলাকার পানি নিষ্কাশনের সরকারি খালের মুখ সহ প্রায় ৫শতাংশ খাস জমি দখল করে পাকা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে । ভয়াবহ জলাবন্ধতার হাত থেকে রক্ষা পেতে নতুন করে নির্মিত পাকা প্রাচীর অবিলম্বে ভেঙ্গে ফেলার আহবান জানিয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বৃহত্তর মহেশ্বরপাশা এবং বুচিতলা এলাকার পানি নিষ্কাশনের একমাত্র বুচিতলা খালের মুখ, পানি নিষ্কাশনের ড্রেন এবং সরকারি খাস জমি দখলকারী রবিউল ইসলাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নোটিশের তুয়াক্কা না করে ক্ষমতার দাপটে অবৈধ ভাবে প্রায় দশ বারো লক্ষ টাকার খাস জমি দখল করে প্রাচীর নির্মাণ করেছে। অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে তার আপন ভাইয়েদের সম্পত্তি কৌশলে নিয়ে নানা ভাবে হয়রানির অভিযোগ রয়েছে।

রবিউল ইসলামের বড় ভাই সেনাবাহিনীতে কর্মরত শেখ কবির জানান, আমার পিতা সহজ সরল লেখা-পড়া জানেনা, কানে শোনেনা এই সুযোগে রবিউল আমাদের চার বোন সহ সাত ভাই বোনের জমি লিখে নিয়েছে এমন কি আমাদের কবরস্থানের জায়গাটা পর্যন্ত সে লিখে নিয়েছে ।
এ ব্যাপারে ওয়ার্ডের জনপ্রতিনিধি জিএম এনামুল কবিরের কাছে জানতে জানইলে তিনি এই প্রতিনিধিকে বলেন, অবৈধ প্রাচীর ভেঙ্গে ফেলার জন্য ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ দেওয়া হয়েছে এছাড়া এলাকাবাসী যৌথ ভাবে তাকে প্রাচীর ভেঙ্গে ফেলার জন্য বলেছে। প্রাচীরটি ভেঙ্গে না দিলে বর্ষা মৌসুমে চরম জলাবন্ধতার কবলে পড়বে কয়েকটি গ্রাম।
বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান নোটিশের কথা স্বিকার করে বলেন খাস জমি অবৈধ দখলমুক্ত করতে রবিউলকে ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে প্রাচীর অপসরণ না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত রবিউলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বিকার করেন। ইউনিয়ন পরিষদের নোটিশের বিষয়ে তিনি বলেন নোটিশের জবাব দেওয়া হয়েছে। ভাইদের সম্পক্তির বিষয়ে তার বক্তব্য তার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করা হচ্ছে।