খুলনায় এক পুলিশ সদস্যসহ তিনজনের করোনা শনাক্ত

0
1306

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ রোববার ১৫৪ জনের নমুনা পরীক্ষার পর এক পুলিশ সদস্যসহ তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল। এক সপ্তাহ আগে তিনি ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।
কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়ার দু’জনের নমুনা গত ২৪ এপ্রিল পাঠানো হয়। আজ তার পরীক্ষা হয়েছে। দুজনই মা-মেয়ে। মেয়ে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নার্স হিসেবে কর্মরত ছিল। কিছুদিন আগে ঢাকা থেকে তারা বাড়ি আসে। ওই বাড়ির লকডাউন করা হয়েছিল। বাড়ি থেকে চারজনের স্যাম্পল কালেক্ট করা হয়। দু’জনার নমুনা পজিটিভ হয়েছে।