খুলনায় আ.লীগের জনসভা উপলক্ষে ১১০ ফুট ‘নৌকা মঞ্চ’ নির্মাণ

0
723

টাইমস প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ মার্চ খুলনা আসছেন। তার আগমন ও জনসভাকে কেন্দ্র করে খুলনায় সাজ সাজ রব বিরাজ করছে। ইতোমধ্যেই মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক তোড়ন, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। ৩ মার্চ বিকালের জনসভা উপলক্ষে খুলনা সার্কিট হাউজ ময়দানে নির্মাণ করা হচ্ছে ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ ‘নৌকা মঞ্চ’। তিন শতাধিক লোক ধারণ ক্ষমতা সম্পন্ন এ মঞ্চটি নির্মাণে ৩৫ জন শ্রমিক এক সপ্তাহ ধরে দিনরাত কাজ করছেন।

এই জনসভায় প্রধানমন্ত্রী ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সার্কিট হাউজ ময়দানে নির্মাণাধীন ‘নৌক মঞ্চ’ পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি ও নগর সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি বলেন,‘শেখ হাসিনা সরকার অবহেলিত খুলনার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তারই ধারাবাহিতকায় পদ্মসেতু আজ দৃশ্যমান। মোংলা বন্দরের আধুনিকীকরণ, খুলনা-মোংলা রেললাইন, ওয়াসার সর্ববৃহৎ পানি প্রকল্প, আধুনিক রেলস্টেশনসহ ৪২ প্রকল্প প্রায় শেষ। আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। একাধিক স্কুল-কলেজ সরকারিকরণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।’

খুলনায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ৪৭ প্রকল্প হলোঃ গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক ও রূপসা-শ্রিফলতলা-তেরখাদা সড়ক, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, চালনা মোবারক মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবন, খুলনা আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন, খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার হোস্টেল ভবন, মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ভবন, মেডিক্যাল কলেজের অডিটোরিয়াম ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভবন, তেরখাদা থানা ভবন, রূপসা ফায়ার স্টেশন ভবন, সেনহাটি রিভার ফায়ার স্টেশন, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস ভবন, কৃষি বিভাগের অফিস কাম ট্রেনিং অ্যান্ড প্রসেসিং সেন্টার ভবন, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা আরঅ্যান্ডএইচ-বাকা জিসি সড়কের কপোতাক্ষ নদের ওপর ব্রিজ, খুলনা সিটি করপোরেশনের সিআর এইচসিসি ভবন, হাতিয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবন, শিমলার আইট খেজুরডাঙ্গা আরএনজিপিএস কাম সাইক্লোন শেল্টার ভবন, দেয়াড়া পশ্চিমপাড়া আরএন জিপিএস কাম সাইক্লোন শেল্টার ভবন, তেরখাদা আব্দুলের মোড় আরঅ্যান্ডএইচ-মাঝিরগাথি জিসি ভায়া কোলা বাজার সড়ক, বটিয়াঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারণ, পাইকগাছা হাবিবনগর মাদ্রাসার মোড় থেকে ডুমুরিয়া মাগুরখালি-কাঁঠালতলা বাজার পর্যন্ত সংযোগ সড়ক, জেলা ক্রীড়া সংস্থার জেলা স্টেডিয়াম, জেলা পরিষদের পাঁচ তলা বিশিষ্ট কয়রা আধুনিক ডাকবাংলো ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কয়রা থানা ভবন, পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস, ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন ভূমি অফিস, বটিয়াঘাটা জলমা ইউনিয়ন ভূমি অফিস, খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (বর্ধিতাংশ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), শহীদ তাজউদ্দিন আহমদ ভবন (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার (বর্ধিতাংশ), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, খুলনা রেলওয়ে স্টেশন এবং ইয়ার্ড রি-মডেলিং প্রকল্প, খুলনা ওয়াসা ভবন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের অপেক্ষায় থাকা নতুনভাবে গৃহীত ৫২টি প্রকল্প হচ্ছেঃ খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক (খুলনা অংশ), পাইকগাছা কৃষি কলেজ ও বটিয়াঘাটা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘এ’ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস ডরমেটরি, মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফ ডরমেটরি, মেডিক্যাল কলেজ হাসপাতালের বাংকার, খুলনা সদর হাসপাতালকে ১৫০ বেড থেকে ২৫০ বেডে উন্নীতকরণ, খুলনা সিভিল সার্জন অফিস ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেয়ায়িত হাসপাতালের আবাসিক ভবন, দিঘলিয়া উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়, এএসপি ‘ক’ সার্কেল অফিস, দৌলতপুর থানা ভবন, আর্ম পুলিশ ব্যাটালিয়ানের অস্ত্রাগার ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ফায়ারিং বার্ট, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অস্ত্রাগার ভবন, জেলা রেজিস্ট্রি অফিস ভবন, রূপসা উপজেলা মডেল মসজিদ ও আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ, ডুমুরিয়া ভদ্রা নদীর ওপর ৩১৫.৩০ মিটার লম্বা পিসিগার্ডার ব্রিজ, বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হলরুম, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ভূমি অফিস, পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন ভূমি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ফুলতলা উপজেলায় উচ্চ জলাধার ও পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, জেলা পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল ও ডাকবাংলা মোড়ে একটি বেজমেন্টসসহ ১০ তলা বিশিষ্ট খুলনা ট্রেড সেন্টার বাণিজ্যিক ভবন, টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন কাজ, জেলা কারাগার, জেলা পুলিশ লাইন, বিএসটিআই আঞ্চলিক অফিস ১০ তলা বিশিষ্ট ভবন, আর আর এফ ব্যারাক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আরআরএফ’র অস্ত্রাগার ভবন, পাইকগাছা উপজেলা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র, পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিস, রূপসা শ্রম কল্যাণ কেন্দ্র পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ, ওজোপাডিকো লিমিটেডের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়।