খুলনায় আ’লীগের সম্মেলন স্থল পরিদর্শন সালাম মূর্শেদী এমপির

0
313

খবর বিজ্ঞপ্তি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী সোমবার দুপুরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শন করেন।
সাংসদ সালাম মূর্শেদী বলেন, দলের অভ্যন্তরে কোন কোন্দল রেখে দলকে শক্তিশালী করা যাবে না। সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। দেশের পাশাপাশি খুলনায় উন্নয়নের রোল মডেলের ধারা অব্যাহত রাখতে হবে।
এদিকে সন্ধ্যায় দলের শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশাসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।