খুলনায় আউট সোর্সিংয়ের নামে সাড়ে তিন কোটি টাকা আত্মসাত

0
589
StockSubmitter|Business/Finance|Backgrounds/Textures|Miscellaneous$Backgrounds|1N|03331310330101101103003300110000000010000|4$3@5005005.238_1035053.524@80$112$@Objects.Miscellaneous$Business.Objects$Art-Illustration.3D@$@11$37@$@$@$@372$173@$@$@$@$@$@$@$@$@18$15@$@$@0x6x48.15$0x6x182.15$@Objects.Miscellaneous$Business.Objects$Art-Illustration.3D@85$83$@4$3@$@$@$@$@$@$@$NA$@$@$@$@$@$@$@$$@$$@|||$$0$0$0|_______________________________________|00000000000000000000000000000000000000000|

নিজস্ব প্রতিবেদক : খুলনায় আউট সোর্সিং/ই-কমার্স এর নামে গ্রাহকদের সাড়ে তিন কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের একমাত্র আসামী মোঃ আব্দুর রহমান আদালতে আত্মসমর্পন করেছেন। প্রায় ৭ মাস পলাতক থাকার পর গত সোমবার তিনি আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। রবিবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, খুলনা শহরে তরুণ-তরুণীদের আকৃষ্ট করে ঊঞটইঊ.এখঙইঅখ.ঙজএ নামের একটি ওয়েবসাইটকে খুলে অল্প বিনিয়োগে বেশি আয়ের কথা জানানো হয়। এরপর একাউন্ট প্রতি ১২’শ টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা জমা দিয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে আয়ের কথা বলে টাকা বিনিয়োগ করতে বলা হয়। ওয়েবসাইট চালিয়ে প্রায় ১০ মাসে গ্রাহকদের কাছ থেকে মোট ৬ কোটি ৬ লক্ষ ৭৯ হাজার ২ শত টাকা গ্রহণ করেন। এর মধ্য থেকে গ্রাহকরা ২ কোটি ৩৯ লক্ষ ৪৮ হাজার ৮ শত টাকা অনলাইন থেকে আয় করেন।
পরবর্তীতে কোম্পানীর এমডি সাতক্ষীরা সদর উপজেলার মোঃ আব্দুল গফুর মণ্ডলের ছেলে মোঃ আব্দুর রহমান ও মার্কেটিং অফিসার নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম সুজন অর্থ পরিশোধে ঢিলেঢালা ও গড়িমশি শুরু করেন। পরে গ্রাহকরা এতে ক্ষুব্দ হলে মার্কেটিং অফিসার সুজনও গ্রাহকের সাথে তাল মেলাতে থাকেন। পরে গ্রাহকের ক্ষোভের মুখে গত ২৩/০৫/১৮ইং তারিখে নগরীর শিববাড়ী মোড়ে ত্রি-মূখী আলোচনা বসেন। তবে কোম্পানীর ক্ষতি ও আনুসাঙ্গিক নানা অসুবিধার কথা বলে গ্রাহকদের ৩ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৪ শত টাকা দিতে অস্বীকৃতি জানায়। যাতে গ্রাহকদের রোষানলে পড়েন মার্কেটিং অফিসার রফিকুল ইসলাম সুজন। এরপর তিনি বাদী হয়ে গত ২৭/০৫/১৮ইং তারিখে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম এর আমলী আদালত ‘ঙ’ অঞ্চল, খুলনায় মামলা দায়ের করেন। যার নং সিআর ২২১/১৮। পরে আসামী আব্দুর রহমান আদালতে হাজির না হওয়ায় গত ৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রায় ৫ মাস পলাতক থাকার পরে তিনি সোমবার আদালতে আত্মসমর্পন করেন। আজ রবিবার আসামীর জামিন শুনানি অনুষ্ঠিত হবে।