খুলনায় অধিগ্রহণকৃত জমি উদ্ধারের সময় কেডিএ ও শিপইয়ার্ড কর্মীদের হাতাহাতি

0
322

নিজস্ব প্রতিবেদক: খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ কাজে অধিগ্রহণকৃত জমি উদ্ধারের সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও শিপইয়ার্ডের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে রূপসা শিপইয়ার্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তবে শিপইয়ার্ড কর্মকর্তারা বলছেন, এখনো ওই জমি অধিগ্রহন করা হয়নি। তাদেরকে এ বিষয়ে কোন নোটিশও দেওয়া হয়নি।
কেডিএ’র নির্বাহী প্রকৌশলী (পূর্ত) আরমান হোসেন বলেন, সড়ক প্রশস্তকরণ কাজে শিপইয়ার্ডের বাউন্ডারী সীমানার মধ্যে থাকা কিছু জমি জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে। ওই জমি উদ্ধারের জন্য গেলে শিপইয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দেয়। তারা কেডিএ’র কর্মকর্তাদের সাথে বাজে ব্যবহার ও বুলডোজার চালককে মারধর করে। ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা জানান, অধিগ্রহনকৃত ওই জমি উদ্ধারের জন্য শিপইয়ার্ডের বাউন্ডারী দেয়ালের কিছু অংশ ভাঙ্গা হলে তারা বাধা সৃষ্টি করে। ফলে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।
তবে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপক (এডমিন) গোলাম ছরোয়ার বলেন, এখনো ওই জমির অধিগ্রহণ কাজই শেষ হয়নি। আমরা কোন ক্ষতিপূরণও পাইনি। এ অবস্থায় বিনা নোটিশে তারা সীমানা প্রাচীর ভাঙ্গতে এলে বাধা দেওয়া হয়। তবে মারধরের কোন ঘটনা ঘটেনি।