খুলনার মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন

0
556
dav

এ,এইচ শাহিন, মোংলা :
খুলনা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, গত ১৫ জুনের খুলনা সিটি করপোরেশনের নির্বাচন স্বাধীনতার পক্ষের শক্তির জন্য অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জ ছিল। কারণ ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন, সুতরাং জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে সিটি নির্বাচন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিটি নির্বাচন সম্পর্কে আরো বলেন, স্বাধীনতা আর মুক্তিযোদ্ধার চেতনায় যারা বিশ্বাস করেন সেই সমস্ত মানুষজনের লক্ষ্য ছিল খুলনায়। সেই খুলনার মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। এ জয়লাভের পিছনে মোংলা-রামপালসহ বাগেরহাট জেলার সমস্ত মানুষের অবদান অনেক বেশি। শুক্রবার দুপুরে শেহলাবুনিয়ার সেন্ট পলস্ মিশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ’র মোংলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি মেয়র খালেকের সহধর্মিনী সাবেক সাংসদ ও বিনা প্রতিদ্বন্ধিতায় বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে পুনরায় সাংসদ নির্বাচিত হতে যাওয়া প্রার্থী হাবিবুন নাহার বলেছেন, মোংলা-রামপাল হলো আমাদের উভয়ের ডান এবং বাম হাত। এ এলাকার মানুষ সার্বক্ষনিক আমাদের দুইজনেরই সাথে আছে, ছিল এবং ভবিষ্যৎতেও থাকবে। খুলনা সিটি নির্বাচনে মোংলা-রামপালসহ বাগেরহাটের সকল এলাকার লোকজন তাদের একমাত্র প্রাণের মানুষ তালুকদার আব্দুল খালেককে জয়ী করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন এজন্য সকলকে ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা জানিয়ে সারাজীবন তাদের পাশে থেকে সেবার করার অঙ্গিকার করছি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ’র মোংলা শাখার সভাপতি পান্না লাল দের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ’র কেন্দ্রীয়, বাগেরহাট জেলা ও স্থানীয় নেতৃবন্দ বক্তৃতা রাখেন। বিকেল ৩টার পর থেকে ভোট গ্রহণের মধ্যদিয়ে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলছে।