খুলনার পাটকল শ্রমিকদের বকেয়াসহ ৯ দফা দাবিতে শ্রমিক আন্দোলনের মানববন্ধন

0
525

নিজস্ব প্রতিবেদকঃ  পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ ও মুজরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা খালিশপুর থানা মানববন্ধন করে।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯ টায় ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা খালিশপুর থানা ক্রিসেন্ট জুট মিল গেটে এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানার সভাপতি মাওঃ হাফিজুর রহমান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ১০ হাজার শ্রমিক গত তিন মাস ধরে মুজরি না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। তাদের ৪০০ এর অধিক এসএসসি পাস শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। ঈদের আগে বকেয়া মজুরি পরিশোধ করে শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ত পাটগুলোকে প্রাইভেট সেক্টরে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা কঠিন আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া হবে। রাষ্ট্রায়ত্ত মিলগুলোকে আধুনিকায়ন করে সুষ্ঠভাবে পরিচালনা করার আহ্বান জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহাঃ নাসির উদ্দিন।
আরও বক্তব্য রাখেন নগর প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, নগর অর্থ সম্পাদক ও খালিশপুর থানা সভাপতি জি এম কিবরিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, নগর সাধারণ সম্পাদক আব্দুস ছালাম জায়েফ, খালিশপুর যুব আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ইশা ছাত্র আন্দোলন থানা সভাপতি মুহাঃ ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক মুহাঃ বনি আমিন, শ্রমিক নেতা মোঃ সোহরাব হোসেন, মোঃ নাজমুল ইসলাম, আঃ হান্নান, মোঃ মাসুদ, সৈয়দ রুস্তম আলী, আবুল কালাম, আব্দুল জব্বার প্রমুখ নেতৃবৃন্দ।