খুলনার একুশে বইমেলায় প্রায় দেড় কোটি টাকার বই বিক্রি

0
635

নিজস্ব প্রতিবেদক : খুলনার মাসব্যাপী একুশে বইমেলায় প্রায় এক কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। একুশে বইমেলার সমাপনী বৃহস্পতিবার বিকেলে খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মানুষের একমাত্র সঙ্গী হলো বই। আলোকিত মানুষ হতে বইয়ের কোন বিকল্প নেই। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। একুশের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, খুলনাকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হলে সকলের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আগামী দুই মাসের মধ্যে খুলনাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। ইতোমধ্যে ২২টি খালকে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাপনীতে বিশেষ অতিথি ছিলেন কেএমপির (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং রবি আজিয়াটা লিঃ এর রিজিওনাল ম্যানেজার মোঃ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন। স্বাগত জানান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মোঃ আহসান উল্যাহ।
পরে মেয়র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠান হলেও মেলা আজ ১ মার্চ (একদিন) বৃদ্ধি করা হয়েছে।