খুলনার উন্নয়নে সর্বদা আ’লীগ সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

0
1090

কেসিসি’র নবনির্বাচিত মেয়রের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুলনার উন্নয়নের স্বার্থে নগরবাসী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের সহযোগিতা চলমান থাকবে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, খুলনার মানুষ উন্নয়নের স্বীকৃতি দিয়েছে। উন্নয়নের জন্যই তালুকদার খালেক বিজয়ী হয়েছেন। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ খুলনাবাসীর কাছে কৃতজ্ঞ। খুলনাকে অর্থনৈতিক জোনে পরিণত এবং তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
রবিবার গণভবনে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)’র নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ফুলেল শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন এমপি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এ্যাড. সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল আলম মিলন, তথ্য প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, নগর আওয়ামী লীগ নেতা কাজি আমিনুল হক, কাজী এনায়েত হোসেন, মলি­ক আবিদ হোসেন কবির, বেগ লিয়াকত আলী, এমডি এ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল, বিসিবি পরিচালক শেখ সোহেল, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, মুন্সি মাহবুব আলম সোহাগ, জেডএ মাহমুদ ডন, আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, এ্যাড. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল­াহ নান্নু, মফিদুল ইসলাম টুটুল, শেখ মোশাররফ হোসেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, শেখ মো. আবু হানিফ, শফিকুর রহমান পলাশ, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।