খুলনার আদালত চত্বরে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে

0
751

ডেস্ক রিপোর্ট, খুলনাটাইমস:
খুলনা ম্যাজিস্ট্রেট আদালতের সামনে খোলা আকাশের নিচে বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ি মোটরসাইকেলসহ নানান ধরনের সম্পদ দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে মামলার দীর্ঘসূত্রীতার কারণে দীর্ঘদিন থেকে পড়ে আছে মামলার বিভিন্ন ধরনের আলামত। স্থায়ী শেড বা গোডাউন না থাকার কারণে খোলা আকাশের নিচে আলামত হিসেবে জব্দ করা গাড়ি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মালামাল খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। বলে দীর্ঘদিন খোলা আকাশের নিচে থেকে মালামালের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছপালা জন্ম নিচ্ছে। এতে করে ওই মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলা শেষ হলে দেখা যাবে আলামতের মালামাল নষ্ট হয়ে গেছে। আবার অনেক মালামালের বৈধ মালিকানা না থাকার ফলে সেই মালামাল গুলির দীর্ঘদিন যাবত এভাবেই পড়ে থাকছে। মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হলে সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু আমাদের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে এভাবেই মূল্যবান কোটি কোটি টাকার সম্পদ খোলা আকাশের নিচে থেকেই বিনষ্ট হচ্ছে। এছাড়া আদালতের মালখানায় ও স্থান সংকুলান হচ্ছে না। সে কারণে আদালতের বারান্দায় ও আলামত রাখা হচ্ছে। এতে করে সাধারণের যাতায়াতের অসুবিধা হচ্ছে। দ্রুত মামলার নিষ্পত্তি ও মালখানার জায়গা প্রশস্ত করলে মালামাল নিরাপদে রাখা সম্ভব । তা না হলে এভাবেই মূল্যবান মালামাল নষ্ট হয়ে যাবে।