খুলনাঞ্চলে আওয়ামী লীগের ২০ প্রার্থীকে কেন্দ্রের গ্রীণ সিগনাল

0
657

নিজস্ব প্রতিবদক:
একাদশ জাতীয় নির্বাচন আগেভাগেই প্রস্তুতি নিয়েছে শাসক দল আওয়ামী লীগ। দলীয় দর্শন ও উন্নয়ণ কর্মকান্ড ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য দলের বিভিন্ন টিম কাজ করছে। সাংগঠনিক অবস্থা ও ব্যিক্ত ইমেজের উপর ভিত্তি করে খুলনাঞ্চলর ২০ জন প্রার্থীকে কেন্দ্র গ্রীন সিগনাল দিয়েছে। তাদেরকো তৃণমূলে গণ সংযাগ করতে বলা হয়েছে।
দলীয় সূত্র জানান, গ্রীণ সিগনাল পাওয়া প্রার্থীরা হচ্ছেন, মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন, কুষ্টিয়া-৩ আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল হানিফ, কুষ্টিয়া-৪ আসনে আব্দুর রউফ, চুয়াডাঙ্গা-২ আসনে আলী আসগর, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজিম আনার, যশোর-১ আসনে বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনে মনিরুল ইসলাম, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমদ, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য, মাগুরা-২ আসনে বীরেন সিকদার, নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তি, বাগেরহাট-১ আসনে বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-৩ আসনে বর্তমান সংসদ সদস্য তালুকদার আব্দুল খালক, খুলনা-১ আসনে পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা, খুলনা-৫ আসনে মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ মন্ত্রী আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনে এস এম জগলুল হায়দার।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ গণমাধ্যমকে জানান, ইতামধ্যেই বেশকিছু আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তাদেরকে তৃণমূলে গণসংযোগ করতে বলা হয়েছে।