খুবি উপাচার্যের শোক

0
620

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ কবীর আহমেদের পিতা শশীভ‚ষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) শেখ আলাউদ্দিন আহমেদ মঙ্গলবার দিবাগত রাত ৩-৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রোখে গেছেন। শশীভ‚ষণ স্কুল মাঠে আজ বাদ যোহর তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর মহেশ্বরপাশা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে মহেশ্বরপাশা গোরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুবির স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ কবীর আহমেদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান প্রকৌশল ও প্রযু্িক্তবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রফিজুল হক, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফাসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেছেন।